ঢাকা
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

বাংলাদেশে মাদকাসক্তদের ৮০ শতাংশই তরুণ

যশোর প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের দফতর ছাড়াও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, র‍্যাব আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা কাজ করলেও আমরা হিমশিম খাচ্ছি। সে কারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিবার থেকেও এগিয়ে আসতে হবে।

রবিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 'মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমস্যা। বাংলাদেশের মাদকাসক্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশ তরুণ। আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খুলনা বিভাগীয় অতিরিক্ত উপপরিচালক আহসানুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর প্রমুখ।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালে যশোরে ১৫০১টি অভিযান পরিচালনা করা হয়। ওই সময়কালে মামলা হয়েছে ৪৫৭টি। মোবাইল কোর্ট পরিচালনা হয় ২৮৫ বার। একই সময়কালে গ্রেফতার করা হয়েছে ৪৩৬ জনকে।

তিনি আরো জানান, উল্লিখিত সময়কালে ৫১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৪০৩৩ পিস ইয়াবা, ১৪৩ বোতল ফেনসিডিল, ৩২.২ লিটার স্পিরিট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯০ পিস উদ্ধারসহ জব্দ করা হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা।

সেমিনারে বলা হয়, যশোরে ২৪১৩ টি বিচারাধীন মামলা রয়েছে । এর মধ্যে রায় হয়েছে ৫০০টি মামলার। যাতে সাজা হয়েছে ১৯২টি এবং খালাস দেয়া হয়েছে ৩১৬টি মামলায়।

উপপরিচালক জানান, মাদকদ্রব্যের অপব্যবহাররোধে যশোরে তরুণদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ স্কুল কলেজ মাদ্রাসায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram