হাতিয়া উপজেলা, নোয়াখালী: হাতিয়া উপজেলার নলচিরা ঘাট টু চেয়ারম্যান ঘাটের মধ্যে চলাচলকারী অনুমোদনহীন ২টি স্পীডবোটকে মোবাইল কোর্ট জরিমানা করেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন নলচিরা ঘাটে এক মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অতিরিক্ত যাত্রী পরিবহন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাজী রাকিবের মালিকানাধীন বেলাল ড্রাইভাবের স্পীডবোটকে ৩ হাজার এবং আবদুর রহমাননের স্পীডবোটকে ১ হাজার ৫০০শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) মং এছেন বলেন, নদী পথে যাত্রী পরিবহনে অনিয়ম ও অসংগতি বিষয়ে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাববে। অন্যান্য স্পীডবোট মালিকদেরকে বৈধ কাগজপত্র সহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট হালনাগাদ করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।