মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগের ৮টি জেলায় সফরের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরের পথসভায় উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার বক্তব্যে দিনাজপুর জেলাকে পূর্ণ ২টি জেলায় বিভক্ত করা সম্ভব বলে বিভিন্ন যৌক্তিক কারণ তুলে ধরেন।
এছাড়াও তিনি বলেন, আমি আমার জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর পক্ষ থেকে বিরামপুর তথা এই অংশের দিনাজপুর জেলার অর্ধেক মানুষের প্রতিনিধি হিসেবে, আপনাদের এ দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
মঙ্গলবার (২৭ মে) বিকেল আনুমানিক ৫ ঘটিকায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরের ঢাকা মোড়ের পথসভায় উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও তাঁর সফরসঙ্গীদের ফুল দিয়ে বরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা কমিটির সদস্য ফাহিম সরকার, জিন্নুরাইন, নুর ইসলামসহ বিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাদিয়া আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।
উত্তরাঞ্চলের এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম পথসভায় বলেন, নির্বাচনের আগে আপনার আমার পকেটে ৫০০ ও ১০০০ টাকার নোট ঢুকে দিয়ে যে ভোট চাই সে আপনার শত্রু , বাংলাদেশের শত্রু। তিনি তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানান, যারা এখনো চাঁদাবাজি, মামলা বাণিজ্য, খুনখারাবি, সিন্ডিকেট মাদকের ব্যবসা এসব চালিয়ে বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছে, বিরামপুর চালানোর স্বপ্ন দেখছে তাঁদের মুখোশ এই তরুণ প্রজন্ম সবার সামনে উন্মোচন করবেন। তাঁদের ছবি এবং কুকর্মের ইতিহাস সোশ্যাল মিডিয়ায় সবার সামনে তুলে ধরবেন। যারা অপকর্মকারী তাঁরা যেন আপনার সামনে এই রাস্তা দিয়ে মাথা উঁচু করে না চলতে পারে। আমরা এনসিপি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই কথা বলছি কিন্তু আমারা এটা বলছি না আপনার আমাদের অন্ধ ভক্ত হয়ে যান,আমরা এটা বলছি না আপনারা আমাদের দলের দাস হয়ে যান, আমরা এটা বলছি আপনাদের'ই বিবেক যেন কোন দলের দাস না হয়।
তিনি আরো বলেন, আপনাদের এখানে যে মাদকের ছড়াছড়ি যার মধ্য দিয়ে আমার বিরামপুর তথা বাংলাদেশের আগামী প্রজন্ম ধ্বংস হচ্ছে, যেই মাদকের ব্যবসা যারা করিছে সেই নেতারা মাদকের ব্যবসার ভাগ রাতের আঁধারে খাই তাঁদেরকে আপনাদের বয়কট করতে হবে। এছাড়াও তিনি তাঁর বক্তব্যে আগামী বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, একই দিনে জেলার ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ,নবাবগঞ্জ, ফুলবাড়িসহ পার্বতীপুর উপজেলায় পথসভা করেন তারা।