এমএ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শাখার আয়োজনে রেলওয়ে ২০২৫ কালো আইন বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন চত্বরে বিভিন্ন রেলওয়ে কর্মচারীরা কালো আইন বাতিলের বিরুদ্ধে স্টেশনের প্লাটফর্মে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে রেলওয়ে কর্মচারীরা রেলওয়ে সকল কর্মচারীদের চাকুরীচ্যুতির কালো আইন বাতিলসহ সকল সমস্যা দূরীকরণের আহবান জানান।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন রেলওয়ে কর্মচারী মিজানুর রহমান মিজান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবু সাহিদ, বিপ্লব ও জুয়েল প্রমুখ।