এফ এম সুমন, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের সাগর বেষ্টিত গ্রামের নাম সুন্দরী পাড়া। সুন্দরী পাড়া গ্রামসহ আশেপাশের প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক হলো আমিন বাজার থেকে খয়রাতি রোড পর্যন্ত বেড়িবাঁধ সড়ক। শুষ্ক মৌসুমে বেড়িবাঁধের উপর দিয়ে কোনমতে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে চলাচল করা যেন দায় স্থানীয়দের। বর্ষায় কাঁদামাটি পেরিয়ে ছাত্রছাত্রীদের যেতে হয় রাজাখালী আজগরিয়া দাখিল মাদ্রাসা ও জামাল মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফলে দুর্দশার অন্ত নাই স্থানীয় বাসিন্ধাদের।
সুন্দরী পাড়া আজগরিয়া মেহেররুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল কবির জানান, বর্ষায় কাঁদার কারণে মাদ্রাসায় ছাত্রছাত্রীদের উপস্থিতি একদম কমে যায়। কেননা শিক্ষার্থীরা অতিরিক্ত কাঁদার কারণে মাদ্রাসায় আসতে পারে না। আবার সেখানে বেড়িবাঁধও অনেকটা অরক্ষিত। তিনি আরো বলেন, এই বেড়িবাঁধ একমাত্র সড়ক হলেও এটি চলাচল উপযোগী করার চিন্তা নাই কর্তৃপক্ষের। তার মতো পার্শবর্তী জামাল মেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
রমিজ উদ্দিনও বলেন, বর্ষা আসলে এই গ্রামের শিক্ষার্থীরা রাস্তার অভাবে স্কুলে আসতে পারেনা। অনেকটাই বলা চলে বর্ষায় এ গ্রামের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিনের এই বেড়িবাঁধ সড়কটি সংস্কার না হওয়ায় এটি সংস্কারের দাবিতে মঙ্গলবার (২৭ মে) সকালে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন, সুন্দরী পাড়া এলাকার বাসিন্দা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দু রশিদ, হাজী আকতার হোসেন, সাবেক ইউপি সদস্য মনজুর আলম, মাদ্রাসার শিক্ষক রহিম উদ্দিন, মাওলানা সাজ্জাদ মেহেরী, ইউপি সদস্য ছাদেকা বেগম, এস এম আমিন উল্লাহ, আতিক হোসেনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, আমাদের বেড়িবাঁধটি চলাচল উপযোগী না থাকায় আজ আমরা দীর্ঘদিন ধরে চলাচলে কষ্ট পাচ্ছি। বর্ষায় আমাদের ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় যেতে পারেনা। জরুরী মুহুর্তে কোন রোগীকে আনা নেয়া করা যায়না। তাই বেড়িবাঁধটি মানুষের চলাচল উপযোগী করার জোর দাবি জানান তারা। মানববন্ধনে রাজাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাসহ স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।