মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে আমতলা বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ডিয়ার। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আব্দুস সোবাহান, বলইবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াদুল হোসেন, দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু ও আলী আজীম বাবুল।
সভায় বক্তারা জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে কতিপয় ফরমালিন বিএনপি দলের মধ্যে বিভ্রান্ত ও অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীরা তীব্র নিন্দা জানান।