কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল খালেক (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজারহাট-তিস্তা রেল সড়কের মণ্ডলের বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল খালেক প্রতিদিনের ন্যায় মণ্ডলের বাজার এলাকায় তার গৃহপালিত কয়েকটা গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কুড়িগ্রাম-তিস্তাগামী রমনা লোকাল ৪২১ডাউন ট্রেনটি রাজারহাট রেলস্টেশন থেকে ছেড়ে আসলে লাইনের ওপরে থাকা আব্দুল খালেকের একটি গরুকে সরাতে যান তিনি। এ সময় পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।