ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপাটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল লিভারপুলের। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাও অবশেষে শেষ হলো। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে মৌসুম শেষ করেছে অলরেডরা। ম্যাচের পর শিরোপা উৎসবটাও সেরেছে লিভারপুর। যেখানে মধ্যমণি মোহাম্মদ সালাহ।
মৌসুমের শেষ ম্যাচেও লিভারপুলের ত্রাতা সালাহ। ৮৪ মিনিটে তার করা গোলেই স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। আর তাতে মৌসুমের সব পুরস্কার একাই হাতে তুলেছেন সালাহ।
এবারের লিগে ৩৮ ম্যাচে সালাহ গোল করেছেন ২৯টি। সঙ্গে অ্যাসিস্ট ১৮টি। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে এই মৌসুমে ১০ এর বেশি গোল এবং অ্যাসিস্ট আছে কেবল দুজনের। তাদেরই একজন সালাহ। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাধে সালাহ জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড।
সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টের পুরস্কারের পাশাপাশি প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। যার ফলে ইংলিশ লিগের ইতিহাসে একই সিজনে গোল, অ্যাসিস্ট এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার এখন সালাহ।
সালাহ অবশ্য ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একাধিক সিজনে গোল্ডেন বুট এবং প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন। এই কীর্তিও নেই আর কারোরই। ২০২৪-২৫ মৌসুমের আগে ২০২১-২২ মৌসুমেও এই দুই পুরস্কার ছিল সালাহর দখলে।
গোল্ডেন বুট পেয়ে রেকর্ড আরও একটা করেছেন সালাহ। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে চার মৌসুমে গোল্ডেন বুট পেয়েছেন তিনি। সালাহ ছাড়া এই কীর্তি আছে কেবল ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির। চলতি মৌসুমের আগে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ।