শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে সিএসএস- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম রাজবাড়ী জোন এর আয়োজনে ও মধুখালী শাখার ব্যবস্তবায়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সিএসএস এর মধুখালী শাখা কার্যালয় মিলনায়তনে ফরিদপুর অঞ্চল রিজিওনাল ম্যানেজার তাপস ঘোষের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ আবু সাঈদের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ও বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আব্বাস আলী বিশ্বাস।
এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম, সিএসএসএর কানাইপুর শাখা ব্যবস্থাপক মেহেদী হাসান ও আবুল কালাম আজাদসহ প্রমুখ।
এমএফপি উপকারভোগী মা ও শিশু সেবায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ও শতাধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন ডাঃ ফারজানা আক্তার মেরী।