হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: "নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে৷ এ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা ইসলাম৷
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনের হল রুমে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়৷এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈম ইসলাম৷
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাব-রেজিস্ট্রার কর্মকর্তা মো.হানিফ, প্রাথমিক শিক্ষা অফিসার মো.আহসান ও জনস্বাস্থ্য কর্মকর্তা নাহিদ হোসেন প্রমুখ৷