ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

বড়লেখায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও দেয়াল রাইটিং: প্রবাসে অবস্থানকারি ৪ ছাত্রলীগ নেতাও মামলার আসামি

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পতিত আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনেই থানা পুলিশ চলছে বলে বিভিন্ন মহলে কানাঘুষা চলছে। বিগত সাড়ে ১৫ বছর বিএনপি-জামায়েতের নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের বিরুদ্ধে যেভাবে গায়েবি মামলা, মিথ্যা মামলা ও ধরপাকড় চালানো হয় ঠিক সেভাবেই হয়রানি করছে পুলিশ। ৩/৪ বছর ধরে বিদেশে অবস্থানকারি ছাত্রলীগ নেতাদেরও আসামি করে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও দেয়াল রাইটিংয়ের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

অভিযোগ ওঠেছে, মামলার মেরিট নষ্ট করতেই পরিকল্পিতভাবে চার প্রবাসী ছাত্রলীগ নেতাকে আসামি করেছে পুলিশ।

জানা গেছে, প্রায় সাড়ে ৮ মাস পর ১১ এপ্রিল মধ্যরাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী পৌরশহরের প্রাণীসম্পদ কার্যালয়ের সামনের রাস্তায় শ্লোগান দেয়। রাস্তা সংলগ্ন গাইডওয়ালে লাল রঙের কালি দিয়ে ‘ছাত্রলীগ আসবে রজপথ কাপবে, ‘শেখ হাসিনা আবার আসবে’, ‘মা তুমি শেখ হাসিনা,’ ইত্যাদি রাজনৈতিক শ্লোগানও লিখেছে। থানা কমপ্লেক্সের কয়েকশ’ ফুটের মধ্যে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের এমন দুঃসাহসী কর্মকান্ডে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দেয়। এই ঘটনায় থানার এসআই সুব্রত চন্দ্র দাস ১২ এপ্রিল রাতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের ১৫ নেতারকর্মীর নাম উল্লেখ ও আরো ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা করেছেন। ওই মামলায় ৫ নম্বর আসামি করা হয়েছে সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিল আহমদকে। তিনি ২০১৭ সাল থেকে সৌদিআরব অবস্থান করছেন। ৮ নম্বর আসামি দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি কামরান আহমদ ২০২১ সাল থেকে দুবাই প্রবাসী। ৯ নম্বর আসামী একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউল গনি উসমানী ২০২২ সাল থেকে ইউরোপের স্পেনে বসবাস করছেন। ১০ নম্বর আসামী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপ্তাব আহমদ ২০২৩ সাল থেকে কাতার রয়েছেন।

বড়লেখার প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ ও প্রবাসী কমিউনিটি নেতা আহমেদ রিয়াজ প্রশ্ন রাখেন, কয়েক বছর ধরে অদ্যাবধি স্পেন, কাতার, সৌদিআরব ও দুবাইয়ে অবস্থানকারীরা কিভাবে থানার পাশেই বিক্ষোভ মিছিল ও ওয়াল রাইটিং করলো। তারা অভিযোগ করেন, পুলিশ মুলত সাধারণ আওয়ামী লীগ সমর্থকদের হয়রানি, আটক ও গ্রেফতার বাণিজ্য করতেই ঘটনায় জড়িত নয় এমন লোকদের আসামি করেছে। এই দুই প্রবাসী অবিলম্বে চার প্রবাসীর নাম মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।

ওসি আবুল কাশেম সরকার জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী রাতের আঁধারে পুলিশের চোঁখকে ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল ও দেয়ালে রাজনৈতক শ্লোগান লিখেছে। এ ঘটনায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের ১৫ সন্ত্রাসীর নাম উল্লেখ ও ১৪০ থেকে ১৫০ সন্ত্রাসীকে অজ্ঞাত আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা হয়েছে। এই মামলায় বুধবার রাতে একজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram