ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:২১
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

মুক্তির প্রতীক্ষায় ব্যয়বহুল ৩ সিনেমা

আকর্ষণীয় গল্প, অসাধারণ অভিনয় ও নির্মাণের কারণে ভারতীয় সিনেমার কদর দিন দিন বাড়ছে। বিশেষ করে দক্ষিণী সিনেমা দিনকে দিন নতুন মাত্রা যোগ করছে। বেশ কয়েকটি সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। তার অন্যতম কারণ মোটা অঙ্কের বাজেট; যা অতীতের অনেক সিনেমার ব্যয়কে টপকে গেছে। এমন তিনটি সিনেমা নিয়ে এই প্রতিবেদন—

এসএসএমবি২৯
‘প্রিন্স অব টলিউড’খ্যাত জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমায় দেখা যাবে তাকে। আপাতত সিনেমাটির নাম রেখেছেন ‘এসএসএমবি২৯’। এতে মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এটি একটি আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার সিনেমা হতে যাচ্ছে। ১ হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪২১ কোটি টাকা) বেশি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। ভারতের সবচেয়ে বেশি বাজেটে নির্মিত সিনেমার একটি হতে যাচ্ছে এটি। আর এ সিনেমার জন্য মহেশ বাবু ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

রামায়ণ
পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে এসেছে। লুক প্রকাশের পর আলোচনা-সমালোচনাও কম হয়নি। সিনেমাটির বাজেট নিয়েও জোরালো চর্চা হয়েছে। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৯০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৮৯ কোটি টাকার বেশি)। দুই ভাগে মুক্তি পাবে সিনেমাটি। ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পাবে প্রথম পার্ট, পরের বছর মুক্তির কথা রয়েছে দ্বিতীয় পার্টের। এটি প্রযোজনা করছেন আল্লু অরবিন্দ, মধু মান্টেনা আর নমিত মালহোত্রা।

এএ২২×এ৬
‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের বড় বাজেটের সিনেমা নির্মাণের ফিসফাস দীর্ঘ দিন উড়েছে। কয়েক দিন আগে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে— ‘এএ২২×এ৬’। আল্লু অর্জুনকে নিয়ে এলাহি আয়োজন করছেন অ্যাটলি কুমার। শোনা যাচ্ছে, সাইন্স ফিকশন-অ্যাকশন ঘরানার সিনেমা হবে এটি। এতে আল্লু অর্জুনের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা)। এ বাজেট থেকে শুটিংয়ের জন্য ব্যয় হবে ২০০ কোটি রুপি, ভিএফএক্সে (ভিজ্যুয়াল ইফেক্ট) খরচ হবে ২৫০ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য আল্লু অর্জুন পারিশ্রমিক নেবেন ১৭৫ কোটি রুপি। পাশাপাশি সিনেমাটির ১৫ শতাংশ লভ্যাংশ পাবেন এই তারকা। পরিচালক অ্যাটলি কুমার পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। যার মাধ্যমে ভারতীয় পরিচালকদের পারিশ্রমিকের রেকর্ড ভেঙে দিলেন তিনি। আগামী আগস্টে ‍সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা, ইন্ডিয়া টুডে, সিয়াসাত ডটকম

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram