মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পরিচালিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরষ্কার অর্জন করেছেন মিরসরাই উপজেলার জসিম উদ্দিন। তিনি উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাইতকান্দি গ্রামের মরহুম মনির আহম্মদের বড় ছেলে। এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মিরসরাই ইউনিটের স্বেচ্ছাসেবক হিসেবে ৩ দশকেরও বেশি সময় যাবত সেবা প্রদান করে আসছেন।
এদিকে জসিম উদ্দিন মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরষ্কার অর্জন করায় মিরসরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পুণরায় তাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ডি ডি অফিসার হাফেজ আহম্মেদ।
অনুভূতি ব্যক্ত করে জসিম উদ্দিন বলেন, ‘এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এটি আমার মিরসরাই উপজেলার পুরো সিপিপি পরিবারের। আমি চাই আমার এই অর্জন ভবিষ্যত প্রজন্মকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’
জসিম উদ্দিনের বড় ছেলে আর্কিটেক মুসলিম উদ্দিন বলেন, ‘ঘূর্ণিঝড়ে মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে তখন আমার বাবা পরিবার পরিজন ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ান, তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। তিনি এভাবে দীর্ঘ ৩৪ বছর ধরে মিরসরাইয়ের পথে প্রান্তরে কাজ করে চলেছেন।’
উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকাস্থ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটরিয়ামে নির্বাচিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরষ্কার প্রদান করা হয়। এবার সারাদেশের ৮০ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে বাছাই করে ৪২ জন নারী ও ৪২ জন পুরুষকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে জসিম উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।