মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপায় ব্যবসায়ীদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শৈলকুপার নতুন বাজারে শৈলকুপা বনিক সমিতির আয়োজনে সমিতির সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিষয়টি শেখ মুজিব কর্তৃক ১৯৭৪ সালে যে কাল আইন করে গেছেন তার ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বিদ্যমান আছে। বাকশাল কায়েমের মাধ্যমে এবং জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয়। যারা এই গণহত্যা চালিয়েছে তাদের যদি বাংলার মাটিতে বিচার না হয়, তাহলে জুলাই আগস্টে যারা আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা কষ্ট পাবে।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুল, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শৈলকুপা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওসমান আলী বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন বাবর ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা ঠান্ডু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, পৌর বিএনপির সহ-সভাপতি এটিএম শহীদুল ইসলাম বাবু, পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ নজির উদ্দিন ভল্টা, শৈলকুপা নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যাপক আঃ মজিদ, ঝিনাইদাহ চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি বাদশা আলম, কবির পুর বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম, লাঙ্গলবাঁধ বাজার দোকান মালিক সমিতির সভাপতি, শ্রীপুর উপজেলা বিএনপি'র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোকসহ প্রমুখ।
এ সময় ব্যবসায়ী বক্তারা বলেন, বিগত ২০ বছরে শৈলকুপা উপজেলার হাট বাজারের কোনো উন্নয়ন হয়নি। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের নিকট হাট বাজার উন্নয়নের দাবি করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৈলকুপা বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান।