হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা একাধিক মামলার আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল গভীর রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন হাতিয়া স্টেশন এবং পুলিশের সমন্বয়ে উপজেলার বুড়িরচর জোড়খালি এবং নলচিরা দাসপাড়ায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বুড়িরচর ৭নং ওয়ার্ড জোড়খালি এলাকার আব্দুল হকের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (২৫) এবং নলচিরা দাসপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মামুন উদ্দিন (৩৫) নামের ২জন দুষ্কৃতকারীকে আটক করা হয় বলে জানান কোস্টগার্ডের মিডিয়া দপ্তর।
বিসিজি দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মো: সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটককৃতরা দুর্ধর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির।