চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলাকারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।এনিয়ে অপারেশন ডেভিল হান্টে উপজেলায় মোট ১৩জনকে আটক করা হয়।
মঙ্গলবার(৪ মার্চ) ভোড়ে উপজেলার পশ্চিম খরখরিয়া এলাকায় অভিযান চালিয়ে জাতীয় শ্রমিকলীগ চিলমারী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো.আসাদুজ্জামান সামুদ(৪৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রমনা ইউনিয়নের পশ্চিম খরখরিয়া এলাকার মো.খয়বর হোসেনের পুত্র বলে জানা গেছে।
ওসি মুশাহেদ খান জানান,ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে চিলমারী মডেল থানার মামলা নং-০৩,তাং-১২/০২/ ২০২৫ ইং মুলে মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের পাঠানো হয়।