ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৫
logo
প্রকাশিত : মে ৯, ২০২৫

গুরুদাসপুরে পরিপক্ক না হতেই বাজারে উঠছে টকমিষ্টি লিচু

আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: লিচুর রাজ্য খ্যাত নাটোরের গুরুদাসপুরে হাট-বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের মোজাফফর লিচু। বেশি মুনাফা লাভের আশায় অপরিপক্ক টকমিষ্টি লিচু গাছ থেকে পেরে আড়তে আমদানি করছেন চাষিরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলায় লিচুর হাট উদ্বোধনের আগেই অনেক বেপারীর আগমন ঘটেছে। শুক্রবার (৯ মে) বিকেলে এ হাটে লিচু বিক্রি করতে আসেন উপজেলার বিভিন্ন এলাকার লিচু চাষি। আড়তে লিচুর দামদর নিয়ে হাকডাকে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে ব্যবসায়ীদের। এসময় সরেজমিনে গিয়ে লিচু হাট ও বাগান পরিদর্শন করেন ইউএনও ফাহমিদা আফরোজ।

চাষি আব্দুল আলিম, সোহেল রানা বলেন, লিচু গুটি ও পাকার আগে শিলাবৃষ্টিসহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আকারে ছোট হওয়ায় ফলনও কম হয়েছে। তাছাড়া বাদুরের অত্যাচার ও ঝড়-বৃষ্টিতে নষ্ট হওয়ার ভয়ে লিচু বাজারে তোলা হচ্ছে। বৈশাখের শেষদিকে টকমিষ্টি স্বাদের লিচুর দামও তুলনামুলক ভালো পাওয়া যাচ্ছে।

আড়তদার মতলেব মেম্বার, আব্দুল মান্নান, জালাল শাহ বলেন, এবার হাটে লিচু বেপারীদের আনাগোনা বেশি। ভালো দামের কারণে চাষিরাও আড়তে লিচু আনতে শুরু করেছে।

লিচু বেপারী ঢাকার জামান মিয়া, বগুড়ার দুলালসহ কয়েকজন বলেন, বাজারে আগাম জাতের মোজাফফর লিচুর বেশ কদর রয়েছে। এ লিচু ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৬০০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। এখান থেকে লিচু কিনে রাজধানী ঢাকা, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, লিচু বাজারে উঠলেও পুরোপুরি মিষ্টি হয়নি। আরো সুস্বাদু ও মিষ্টি হতে এক সপ্তাহ সময় লাগবে। এ বছর উপজেলার ৪১০ হেক্টর জমির ৫৭০ টি বাগানে লিচু চাষ হয়েছে। ৩ হাজার ২৮০ মেট্রিকটন লিচু উৎপাদনের সম্ভাবনা আছে। যার আনুমানিক মূল্য প্রায় ৭০ কোটি টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, সরেজমিনে গিয়ে দেখেছি কিছুসংখ্যক বাগানের লিচু পাকলেও অধিকাংশ বাগানের লিচু অপরিপক্ক। ডিসি অফিসের সিদ্ধান্ত মোতাবেক ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে লিচু বিক্রি উদ্বোধন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram