নব্বই দশকের শেষ লগ্নে বলিউডে পা রাখেন অভিনেতা অক্ষয় খান্না। ‘দিল চাহতা হ্যায়’, ‘হাঙ্গামা’, ‘রেস’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন। বিনোদ খান্না-গীতাঞ্জলি খান্না দম্পতির পুত্র অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি কুড়ালেও এখনো অবিবাহিত।
৪৯ বছরের অক্ষয় খান্না অভিনীত ‘ছাবা’ সিনেমা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। স্বাভাবিক কারণে আলোচনায় উঠে এসেছেন এই তারকা। আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে তার ব্যক্তিগত জীবনও।
মূলত, পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এসব ক্লিপে বিয়ে না করার কারণ ব্যাখ্যা করেছেন অক্ষয় খান্না। ২০১২ সালের শুরুতে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকারটি দেন ‘বর্ডার’ তারকা।
আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনি কি বিয়েতে বিশ্বাস করেন? জবাবে তিনি বলেন, “অবশ্যই বিশ্বাস করি।” এরপর বিয়ে না করার কারণ ব্যাখ্যা করে অক্ষয় খান্না বলেন, ‘আমি কারো দায়িত্ব নিতে পছন্দ করি না। বিয়ে মানেই স্ত্রীর দায়িত্ব নেওয়া। স্ত্রী ও পরিবারের দায়িত্ব নেওয়া অনেক বড় ব্যাপার। আমি কারো দায়িত্ব নিতে চাই না। একা জীবনে আমি ভালো আছি। আমার কোনো দায়িত্ব নেই। আমার দায়িত্ব নেওয়ারও কেউ নেই।”
পৃথিবীতে বেঁচে থাকার জার্নিটা অসাধারণ। এ তথ্য উল্লেখ করে অক্ষয় খান্না বলেন, “আমার জন্য চিন্তা করার কেউ নেই। আমাকে নিজের জন্য কেবল চিন্তা করতে হবে। এই পৃথিবীতে বেঁচে থাকাটা অসাধারণ একটা জার্নি। এটা দারুণ অভিজ্ঞতা!”
রুপালি জগতে কাজ করতে গিয়ে বলিউডের তারকা অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে অক্ষয় খান্নার। এ তালিকায় রয়েছেন— কারিশমা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, তারা শর্মা, ঊর্বশী শর্মা প্রমুখ। তবে কখনো প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি অক্ষয় খান্না।