কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ ও স্থায়ী ভবনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ১ ঘন্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। মহাসড়কের আশপাশে প্রায় ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, অতি দ্রুত বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম থেকে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে নিজস্ব ভবন করার দাবিতে তারা বিক্ষোভ ও কর্মসূচি পালন করেন। আগামী শনিবারের মধ্যে নাম পরিবর্তন না করা হলে রবিবারের পর থেকে কঠোর কর্মসূচি দিবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্ররা বুঝিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন।