শরিফ শিকদার, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বিদ্যালয়ে এ মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব—২০২৫ উদ্বোধন করেন।
এসময় শিক্ষা অফিসার বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক মনস্কতা ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মানসিকতা তথা বিজ্ঞান মনস্ক ও সুকুমারবৃত্তি জাগ্রত হওয়ার পাশাপাশি তাদের নব উদ্যমে লেখাপড়ার সঙ্গে সৃষ্টিশীল কাজে উৎসাহ বৃদ্ধি পাবে।
পরে তিনি শিক্ষার্থীদের তৈরি ইনোভেটিভ বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। তিনি প্রতি বৎসরই এ ধরনের বিজ্ঞানমেলার আয়োজন করার জন্য স্কুল কতৃর্পক্ষকে নির্দেশনা প্রদান করেন। এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজন করার জন্য স্কুল পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দিনব্যাপী এ বিজ্ঞানমেলায় স্কুলের দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী তাদের বৈজ্ঞানিক আবিষ্কার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন।
এসময় বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবে উপজেলা উন্নয়ন প্রকল্প কর্মকর্তা শেখ হালিমা ফারজানা মিতু, স্কুলের এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মতিউর রহমান খান জাকির, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসুদ করিম, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইকুরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।