আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ২৫ (পঁচিশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৩ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত অপর ১ জন আসামিসহ সর্বমোট ০২ জন গ্রেফতার হয়েছে।
ফেনসিডিল আটকের ঘটনায় দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে আটককৃত ১জন ও ১ জনকে পলাতক আসামি করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৬, তাং- ১৭-০১-২৫ ইং।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলীর নেতৃত্বে এসআই লেলিন বিশ্বাস, এসআই রিয়াজুল ইসলাম ও এএসআই লিয়াকত আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ ইং-১৬/১২/২০২৪ তারিখ রাত অনুমান ১১টার দিকে দেবহাটা পারুলিয়া ইউপির পলগাদা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করাকালে আসামি দেবহাটার শ্রীরামপুরের আঃ গফুর মোড়লের ছেলে ইনামুল হোসেন কে ২৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
এছাড়া অপর অভিযান পরিচালনাকালে একই তারিখে রাত সাড়ে ১০ টার দিকে সিআর ০৩ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামি দেবহাটার ঘলঘলিয়ার কাছেদের ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করেন। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।