আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ডেবনেয়ার গ্রুপের মানবিক উদ্যোগে ১০ হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য এই উদ্যোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে, যেখানে অসহায় ও দরিদ্র মানুষ শীতের কষ্টে অস্বস্তিতে ছিলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের ধুলশুরা ইউনিয়নের আবিধারা এলাকায় ডেবনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আইয়ুব খান, এফ সি এ এর নিজ বাসা থেকে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডেবনেয়ার গ্রুপের কো অর্ডিনেটর ও সিএসআর প্রধান মো: সাহেদ খান, স্থানীয় প্রতিনিধি মো: আকিব খান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণকালে মুহাম্মদ আইয়ুব খান এফ সি এ বলেন, ডেবনেয়ার গ্রুপ সবসময়ই দেশের দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই শীতে অসহায়দের সাহায্য করতে পেরে আমাদের প্রতিষ্ঠান গর্বিত। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শীতার্তরা উল্লাসিত ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শীতে আমাদের জন্য কম্বল পাওয়া অনেক বড় সাহায্য। ডেবনেয়ার গ্রুপের এই উদ্যোগ আমাদের অনেক সহায়তা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।