কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দুই শত বছরের বলি পূজা মন্ডপের বুড়ি মা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার বরইতলী ৩ নং ওয়ার্ড বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার বড়ইতলী এলাকায় দুই শত বছরের পাঠা বলি মন্দিরে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন বিগত দুই শত বছর ধরে পাঠা বলির মাধ্যমে পূজা করে আসছে। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে পাঁচটায় পাঠা বলির মাধ্যমে পূজা মন্ডপের কার্যক্রম শেষ করা হয়। তবে এলাকাবাসী ধারণা করছেন বুধবার রাতের কোনো এক সময় প্রতিমাটি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মহাদেব চন্দ্র দাস তার সন্তানকে নিয়ে স্কুলে যাবার পথে মন্ডপে প্রণাম করতে গিয়ে প্রতিমাটি ভাঙচুর অবস্থায় পরে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। তবে পূজা মন্ডপে চতুর্দিকে বাউন্ডারী করা থাকলেও গত দুই বছর ধরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে আসছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর গাফলিতির কারণেই এ ধরনের ঘটনা ঘটে আসছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তবে যারা এ ধরণের কাজ করেছে অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ জানান, ধর্মের ওপর এ ধরনের কাজ বরদাস্ত করা হবে না। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।