চৌগাছা (যশোর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে যশোরের চৌগাছায় ৩ দিনব্যাপী অনুষ্ঠিত গুড় মেলার উদ্বোধন করেছেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ জেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসমিন জাহান, অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাও গোলাম মোরশেদ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক এবং গাছিবৃন্দ।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মেলাটি পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হোসেন।
এর আগে, অনুষ্ঠানের প্রধান অতিথি গুড় মেলাটির ফিতে কাঁটেন এবং বেলুন উঠিয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং মেলায় আসা সবার খোঁজ খবর নেন।