গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে লেবার ব্রাদার্সের স্থানীয় এজেন্ট মেসার্স কাজী সৈয়দ আলীর একটি গোডাউন ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী সূত্রে জানা গেছে। বুধবার ভোর রাত ৪ টার দিকে শহরের ব্যাকপাড়ায় অবস্থিত এই গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অর্গিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।