মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় ১৩ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অপরাধে নূর মোহাম্মদ নামে এক লম্পটকে মঙ্গলবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি মেয়েটির আপন ফুফা। সোমবার রাতে সারুলিয়া গরুর হাট সংলগ্ন উকিলের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।
নূর মোহাম্মদ চাঁদপুরের মতলব থানার কৃষ্ণপুর গ্রামের মৃত কাশের আলীর ছেলে। তিনি বর্তমানে সারুলিয়া গরুর হাট এলাকার উকিলের বাড়ির ভাড়াটিয়া।
এ বিষয়ে সোমবার রাতেই নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ভুক্তভোগী মেয়েটিকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায় পুলিশ।
সূত্রে জানা গেছে, কিশোরী তার ফুফুর বাড়ীতে বেড়াতে এসেছিল। বেশ কয়েকদিন থাকার পরে ওই ফুফুর স্বামী লম্পট নূর মোহাম্মদ কিশোরীকে গত তিন মাস ধরে পর্যায়ক্রমে একাধিকবার ধর্ষণ করে। এদিকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভুক্তভোগী কে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয় নূর মোহাম্মদ। পরবর্তীতে ওই কিশোরী তার চাচাকে বিষয়টি অবগত করলে মেয়েটির বাবা বিল্লাল থানায় অভিযোগ করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পুলিশ তাকে গ্রেফতার করে।