মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ডেমরায় দস্যুতার প্রস্তুতির সময় ৪ মামলার আসামি মো.তাহিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার (১৩জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বাহির টেংরা ক্যানেল পাড় ব্রীজ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার তাহিন ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার বিপ্লব মিয়ার ছেলে। এ বিষয়ে সোমবার রাতেই তার বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার রাতে দস্যুতার প্রস্তুতি নেয়ার সময় পুলিশের অভিযানে তাহিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গীয় আরো ২ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় গ্রেফতারকৃতের কাছ থেকে একটি দেশী মাছরাঙ্গা সুইচ গিয়ার চাকু এবং নেশা জাতীয় ইয়াবা ১২ পিস ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহামুদুর রহমান বলেন, জনমনে ভীতি সৃষ্টি করে এসব অপরাধীদের কিছুতেই ছাড় নয়। এ ছাড়া তাহিন একজন কুখ্যাত মাদক কারবারী ও অপরাধী। তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অপরাধে ডেমরা, যাত্রাবাড়ী থানায় আরো ৪ টি মামলা রয়েছে।