আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা না দেয়ায় নাজিম উদ্দিন (৩২) নামের এক পাওয়ারলুম কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নাজিম উদ্দিন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদি গ্রামের মৃত আঃ হাইয়ের ছেলে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদি গ্রামের সানাউল্লাহর পাওয়ারলুম কারখানায় এই ঘটনা ঘটেছে।
সরেজমিন গিয়ে জানা যায়, শালমদী পূর্বপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিন এর ছেলে ইব্রাহিম একই গ্রামের নাজিম উদ্দিনকে কিছুদিন আগে ১৫০০ টাকা ধার দেন। কিন্তু পাওয়ারলুম শ্রমিক নাজিম উদ্দিন দারিদ্রতার কারণে সে পাওনা টাকা পরিশোধ করতে পাচ্ছিল না। ওই টাকা না পেয়ে সোমবার বেলা ১২ ঘটিকায় ইব্রাহিম সানাউল্লাহর পাওয়ারলুম কারখানায় গিয়ে নাজিম উদ্দিনকে বেধড়ক মারধর করলে সে অসুস্থ হয়ে পড়ে।
পাওয়ারলুম কারখানায় মালিক সানাউল্লাহ জানান, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে এসে তাদের দুজনকে শান্ত করি, পরে পাওনাদারে ইব্রাহিমকে চড় থাপ্পড় মেরে তাড়িয়ে দেই। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাজিম উদ্দিনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানান, উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার জন্য চেষ্টা চলছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আমরা লোকমুখে একটি মারামারির ঘটনা শুনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ হতে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আসল তথ্য জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।