ঢাকা
২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

পাইকগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-পাইকগাছা প্রধান সড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখ এর ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০) নিহত ও মোটরসাইকেল চালক মো: হুসাইন (২২) নামে একজন আহত হয়েছে। আহত হুসাইন কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য বিচুলী বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করার সময় পরস্পর বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল টিভিএস ও প্লাটিনার সংঘর্ষ হয়। এরমধ্যে রুহুল আমিন ও ফিরোজ পাইকগাছা মাছকাটায় কাজ শেষে বাড়ি ফিরছিল।

অন্যদিকে হুসাইন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক পাইকগাছা অভিমুখে ফিরছিল। এতে সাইকেল দুটির চালক ও আরোহীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করার হয়। সেখানে তাদের ২ জনের মৃত্যু হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram