ঢাকা
২৬শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩২
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

শত পণ্যের উপর আরোপিত অযৌক্তিক ভ্যাট প্রত্যাহার চেয়ে যশোর চেম্বারের সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি: সরকার কর্তৃক অযৌক্তিকভাবে শত পণ্যের উপর আরোপিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ। তারা আইএমএফের প্রেসক্রিপশন না মেনে কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের দাবি করেছেন। সোমবার দুপুরে সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, পতিত আওয়ামী লীগ সরকার গোষ্ঠীতন্ত্রের স্বার্থরক্ষায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিয়েছিলো। এ বাজেট কার্যকরের এক মাসের মাথায় ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার। ক্ষমতা নেয় অন্তর্ববর্তী সরকার। অভ্যুত্থানের ফসল হিসেবে ক্ষমতা গ্রহণকারী এ সরকার গণমানুষের আকাঙ্খা পূরণ করবে বলে প্রত্যাশা ছিল সবার। যদিও এরই মধ্যে সে প্রত্যাশায় ছেদ ঘটেছে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই নতুন করে গত ৯ জানুয়ারি প্রায় একশ পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক ও আবগারি শুল্ক আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা ইতিমধ্যে কার্যকর করেছে সরকার। যেসব পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য থাকায় স্বাভাবিকভাবেই মানুষের ব্যয় বাড়বে। সেইসাথে কেনাবেচায় প্রভাব পড়বে। যার দরুন ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হবেন। আইএমএফের প্রেসক্রিপশনে এমন কাজ করলে জন আকাঙ্ক্ষা বিরোধী হবে। এজন্য ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সংকট সমাধানে কর আদায়ের পরিধি বাড়িয়ে রাজস্ব সমন্বয়ের উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু সৈয়দ শাহজাহান আলী খোকন, সাজ্জাদুর রহমান সুজা, আব্দুল হামিদ চাকলাদার ঈদুলসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram