চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার কাদবিলা গ্রামের চিহিৃত সন্ত্রাসীরা ধারালো অস্ত্রের কোপে পিতা পুত্রসহ ৪জম মারাত্বক জখম হয়েছে। এ ঘটনায় আজ বুধবার সকালে সংশ্লিষ্ট থানায় একই গ্রামের আবুল হোসেন বাদী হয়ে ১৩ জনসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে অভিযুক্ত অপূর্ব রায় মিত্র, সোহেল রানা ও মকবুল হোসেনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজে লার কাদবিলা গ্রামে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক সকলকে দ্রুত যশোরে রেফার করেন।
থানা ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫২), তার তিন ছেলে মফিজুর রহমান (৩২), হাফিজুর রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩০) কাদবিলা বাজার সংলগ্ন একটি পুকুর পাড়ে দাড়িয়ে কথা বলছিল। এ সময় একই গ্রামের চিহ্নিত ১০/১২ জনের সন্ত্রাসীদল সেখানে রাম দা, গাছি দা, হাসুয়া হাতে নিয়ে অতর্কিত হামলা করে। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে পিতা পুত্র সকলেই মারাত্মক জখম হয়।
এদিন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, ধারালো অস্ত্রের কোপে সকলেই গুরুতর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে যশোরে রেফার করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন বলেন, কাদবিলা গ্রামের আহত আবুল হোসেন বাদী হয়ে ১৩ জনসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে অপূর্ব রায় মিত্র, সোহেল রানা ও মকবুল হোসেনকে আটক করা হয়েছে। বাকীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।