

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া দুটি ট্রলারসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের ছেড়াদিয়া এলাকার পূর্বদিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় জেলেরা।
ট্রলার মালিক এবং সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে তাঁর ট্রলারটি বঙ্গোপসাগরে যায়। সাগরে পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রলারটি আগের মতো চলতে পারছিল না। আজ সকালে ছেঁড়াদিয়া সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা ট্রলারের ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানান নুর মোহাম্মদ।
ধরে নিয়ে যাওয়া অন্য ট্রলারের মালিক সেন্টমার্টিনের মো. ইলিয়াস। স্থানীয় জেলেরা জানান, আরাকান আর্মির অপহরণ ও দস্যুতার কারণে সাগরে মাছ ধরতে নামলেই এখন আতঙ্কে থাকতে হয়। প্রায়ই তাদের হামলার শিকার হতে হয় জেলেদের।
সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি মো. আজিম উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। পুরো দ্বীপের জেলেদের মধ্যে এখন ভয়–আতঙ্ক কাজ করছে। তিনি আরও জানান, আগেও এ গোষ্ঠী বিভিন্ন সময়ে দেড় শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের কাছ থেকে ঘটনাটি শোনার পর আইনশৃঙ্খলা–বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, ধরে নিয়ে যাওয়া জেলেদের উদ্ধারে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছি।

