

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়ার সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসভবনে বেগম জিয়া'র রোগমুক্তির এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খালেদা জিয়া'র অসুস্থতা ও চলমান ভোটের রাজনীতি নিয়ে আলোচনা করেন, হাতিয়া উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও হাতিয়া আসনে এমপি পদপ্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিম প্রমুখ। এতে সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ।
আলোচনায় এমপি প্রার্থী তানভীর রাজীব বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমরা তাঁর সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, হাতিয়ার বিএনপি মানে- সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। এখানে তাঁর নেতৃত্বে বিএনপি এগিয়ে গেছে। ধানের শীষ প্রতীক আমাদের হৃদয়ের একটা অংশ। এ প্রতীক এখানকার বাসিন্দাদের দিতে হবে। সুবর্ণচরের বাসিন্দাকে এ দ্বীপের মানুষ মেনে নিবে না।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন মাস্টার, হাতিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা ছাত্রদলের প্রাক্তন আহবায়ক আরেফিন আলী, বুড়িরচর ইউনিয়নের কৃতি সন্তান ওমর ফারুক রাসেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক কর্মী-সমর্থক।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

