ঢাকা
২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : নভেম্বর ২৭, ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় দোয়া মাহফিল

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়ার সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসভবনে বেগম জিয়া'র রোগমুক্তির এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খালেদা জিয়া'র অসুস্থতা ও চলমান ভোটের রাজনীতি নিয়ে আলোচনা করেন, হাতিয়া উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য ও হাতিয়া আসনে এমপি পদপ্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিম প্রমুখ। এতে সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ।

আলোচনায় এমপি প্রার্থী তানভীর রাজীব বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, আমরা তাঁর সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, হাতিয়ার বিএনপি মানে- সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। এখানে তাঁর নেতৃত্বে বিএনপি এগিয়ে গেছে। ধানের শীষ প্রতীক আমাদের হৃদয়ের একটা অংশ। এ প্রতীক এখানকার বাসিন্দাদের দিতে হবে। সুবর্ণচরের বাসিন্দাকে এ দ্বীপের মানুষ মেনে নিবে না।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন মাস্টার, হাতিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা ছাত্রদলের প্রাক্তন আহবায়ক আরেফিন আলী, বুড়িরচর ইউনিয়নের কৃতি সন্তান ওমর ফারুক রাসেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক কর্মী-সমর্থক।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram