ঢাকা
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৮
logo
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ৫ বোলার

ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে কখনোই বলা যায়নি আধিপত্য বিস্তারকারী দল। তবে বল হাতে বাংলাদেশের কয়েকজন বোলার বরাবরই ক্যারিবীয় ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া সিরিজেও তাদের সেই ঐতিহ্যের ধারাবাহিকতা দেখার প্রত্যাশা করছে দেশবাসী।

বাংলাদেশের বর্তমান দলেও রয়েছেন এমন কয়েকজন বোলার ও অলরাউন্ডার, যাদের ইতিহাস আছে ‘রেড জায়ান্টস’দের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ থেকে শুরু করে অতীতের কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা পর্যন্ত; চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসের সেরা পাঁচ বোলারের তালিকা।

৫) আবদুর রাজ্জাক: ১৯ উইকেট
বাংলাদেশ ক্রিকেটের এক নীরব নায়ক বলা যায় আবদুর রাজ্জাককে। দেশের ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন ৪.৯০ ইকোনমি রেটে। ২০০৯ সালে তার সেরা বোলিং ফিগার ৪/৩৯। সেই ম্যাচে ক্যারিবীয়দের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশকে ৫২ রানের জয়ে নেতৃত্ব দেন রাজ্জাক, পান ম্যাচসেরার পুরস্কারও।

৪) সাকিব আল হাসান: ২৪ উইকেট
দেশের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আছেন এই তালিকায় চতুর্থ স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৪, ইকোনমি রেট ৩.৭৬। ২০২১ সালে মিরপুরে জেসন মোহাম্মদদের বিপক্ষে তার ক্যারিয়ারসেরা বোলিং ৪/৮। যেখানে টপ ও মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১২২ রানে।

৩) মেহেদি হাসান মিরাজ: ২৭ উইকেট
বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এই তালিকায় তৃতীয়। ১৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৭, ইকোনমি রেট ৪.৩৪। ২০২১ সালে মিরপুরেই তার সেরা বোলিং ৪/২৫। যেখানে তামিম ইকবালের নেতৃত্বে খেলে প্রতিপক্ষকে ১৪৮ রানে গুটিয়ে দেন মিরাজ। আর বাংলাদেশ জয় পায় ৭ উইকেটে। ম্যাচসেরাও হন তিনি।

২) মোস্তাফিজুর রহমান: ২৮ উইকেট
বাংলাদেশের পেস আক্রমণের নির্ভরতার নাম মোস্তাফিজুর রহমান। ‘দ্য ফিজ’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট, ইকোনমি রেট ৪.৮৮। ২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজে তিনি তুলে নেন দুর্দান্ত ৪/৪৩। যেখানে জেসন হোল্ডারের দল থেমেছিল ২৪৭ রানে। এরপর বাংলাদেশ সহজেই জয় তুলে নেয় ৫ উইকেটে।

১) মাশরাফি বিন মুর্তজা: ৩০ উইকেট
বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি পেসার মাশরাফি বিন মুর্তজা এই তালিকার শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ ম্যাচে তার শিকার ৩০ উইকেট। এটাই বাংলাদেশের সর্বোচ্চ। চোটে জর্জরিত ক্যারিয়ারে একের পর এক প্রত্যাবর্তনের গল্প লেখা এই মানুষটির সেরা পারফরম্যান্স এসেছিল ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজে। ৯ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। সেই স্পেলেই ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং অর্ডার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পাঁচজনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একেকটি অধ্যায়। সাকিবের স্পিন জাদু, মোস্তাফিজের কাটার, মিরাজের ধারাবাহিকতা কিংবা মাশরাফির নেতৃত্ব; প্রতিবারই ক্যারিবীয় ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছে এই বোলাররা। আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজেও তাদের উত্তরসূরিদের কাছ থেকে ঠিক এমনই কিছু দেখতে চান ক্রিকেটপ্রেমীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram