ঢাকা
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৯
logo
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

শতবর্ষী কমনওয়েলথ গেমসের আয়োজক ভারত

ভারত আবারও কমনওয়েলথ গেমসের আয়োজনের সুযোগ পেল। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদ নির্বাচিত হয়েছে ২০৩০ সালের শতবর্ষী আসরের আয়োজক শহর হিসেবে।

কমনওয়েলথ স্পোর্টসের মূল্যায়ন কমিশন ভারতের এই শহরকে নাইজেরিয়ার আবুজাকে পেছনে ফেলে মনোনীত করেছে। আগামী ২৬ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বের বৃহত্তম ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম থাকা আহমেদাবাদ ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রীড়াজগতে পরিচিত একটি নাম। ২০২৩ সালে এখানেই অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। শহরটির জনসংখ্যা পাঁচ মিলিয়নের বেশি এবং ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচিত।

ভারত এর আগে ২০১০ সালে দিল্লিতে প্রথমবারের মতো কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল।

ন্যদিকে, নাইজেরিয়ার আবুজা আবারও আয়োজক হওয়ার সুযোগ হারাল— ২০১৪ সালের আসরেও তারা গ্লাসগোর কাছে পিছিয়ে পড়েছিল। ফলে আফ্রিকার কমনওয়েলথ গেমস আয়োজনের প্রতীক্ষা আরো দীর্ঘ হলো।

কমনওয়েলথ স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা বিভিন্ন মানদণ্ডে শহরগুলোর প্রস্তাব মূল্যায়ন করেছি এবং ভবিষ্যতে নাইজেরিয়ার আয়োজক হওয়ার সম্ভাবনা বাড়াতে একটি কৌশলগত পরিকল্পনা হাতে নিচ্ছি, যেখানে ২০৩৪ সালের আসরও বিবেচনায় থাকবে।

উল্লেখ্য, ২০৩০ সালের আসরটি হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষী সংস্করণ, যার যাত্রা শুরু হয়েছিল ১৯৩০ সালে কানাডার হ্যামিলটনে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram