

বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান আবারও ইতিহাস গড়লেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ডট বল দেওয়ার বিশ্বরেকর্ড এখন তার দখলে।
এখন পর্যন্ত ১২১ ইনিংসে ১১৫১টি ডট বল দিয়ে মুস্তাফিজ হয়ে গেছেন টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ডট বল প্রদানকারী বোলার। শুধু তাই নয়, ১৫২ উইকেট শিকার করে তিনি বর্তমানে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবেও নিজের অবস্থান মজবুত করেছেন।
ডট বলের তালিকায় তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে, যিনি ১২৩ ইনিংসে ১১৩৮ ডট বল করে এখন দ্বিতীয় স্থানে আছেন। সাউদির মোট উইকেট সংখ্যা ১৬১ যা টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ।
এই তালিকার তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান। ১২৫ ইনিংসে বল করে সাকিবের ডট বল সংখ্যা ১০৭৮, পাশাপাশি তার উইকেট সংখ্যা ১৪৮।
চতুর্থ স্থানে রয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান, যিনি ১০৬ ইনিংসে ১০০১টি ডট বল দিয়েছেন। যদিও তিনি টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি (১৭৯) বোলার।
শীর্ষ দশে আরও রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ, নিউজিল্যান্ডের মিশেল স্যান্টনার, পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, ভারতের ভুবনেশ্বর কুমার এবং আফগানিস্তানের মোহাম্মদ নবি।
বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদও জায়গা পেয়েছেন এই অভিজাত তালিকায়। তিনি ৮২ ইনিংসে ৮৪৯ ডট বল দিয়ে শীর্ষ দশে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।
বাংলাদেশি বোলারদের এই ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করে, বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে টাইগার পেস আক্রমণ এখন আর পিছিয়ে নেই।

