

মো: নাজমুল হোসেন ইমন, রিপোর্টার(ডিজিটাল): চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ এবং বিছানা থেকে তার দেড় বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- নিজের কন্যা সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন আফরোজা আফরিন (২৫) নামের ওই গৃহবধু।
বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফটিকছড়ি পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের পপুলার ডায়গনষ্টিক সেন্টারের দক্ষিণে কামাল ভবনের নিচতলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৫)। তিনি এনজিও কর্মী মো. আনোয়ার হোসেনের স্ত্রী। মৃত দেড় বছর বয়সী শিশুটি এই দম্পতির একমাত্র সন্তান আতকিয়া আয়েশা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি ৯৯৯-এ ফোন দিয়ে থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।
নিহত গৃহবধুর শ্বশুর কামাল উদ্দিন জানান, ‘তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছে।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দু’টি লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষ লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

