ঢাকা
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:২০
logo
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে দুর্দান্ত ক্রিকেট খেলে ইংলিশদের ১২৫ রানের বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পেয়েছে প্রোটিয়ারা।

 বুধবার (৩০ অক্টোবর) গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে লওরা উলভার্টদের দুর্দান্ত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩১৯ রানের বিশাল সংগ্রহ তোলে প্রোটিয়া নারীরা। জবাব দিতে নেমে ১৯৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। এতে ১২৫ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে শূন্য রানে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। দলটির তিনে নামা ব্যাটারও ডাক মারেন। ১ রানে ৩ উইকেট হারানোর পর ১০৫ রানের জুটি গড়ে অধিনায়ক ন্যাট স্কাইভার ব্রান্ট ও অ্যালিস ক্যাপসি। ৭১ বলে ৫০ রান করে ক্যাপসি ফিরতেই পুনরায় ধসে যায় ইংল্যান্ড নারী দল। 

 ব্রান্ট ৭৬ বলে ৬৪ রান করে আউট হন। ছয়ে নামা ওয়াট হজ ৩৪ ও বোলার লিটনে স্মিথ ২৭ রান করায় দুইশ’ ছোঁয়া রান পায় তারা। দক্ষিণ আফ্রিকার মারিজানা ক্যাপ ৭ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন।  

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ২২.২ ওভারে ১১৬ রানের দারুণ এক জুটি পায় তারা। তাজমিন ব্রিটস ৬৫ বলে ৪৫ রান করে ফিরে যান। পরেই সাজঘরে ফেরেন আনিকা বুচ (০) ও সুনি লুস (১)। কিন্তু ওপেনার উলভার্ট ও পাঁচে নামা মারিজানে ক্যাপ দলকে বড় রানের পথে তুলে নেন। 

 চতুর্থ উইকেটে উলভার্ট ও ক্যাপ ৭২ রান যোগ করেন। ক্যাপ ফিরে যান ৩৩ বলে ৪২ রান করে। ৪৮তম ওভারের শেষ বলে আউট হওয়া অধিনায়ক উলভার্ট খেলেন ১৪৩ বলে ১৬৯ রানের চোখ ধাঁধাঁনো ইনিংস। 

২০টি চারের সঙ্গে চারটি ছক্কার শট মারেন তিনি। শেষটায় চোলি টাইরন ২৬ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রান ৩০০ ছাড়াতে সহায়তা করেন। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram