

মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অপসাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ।
তিনি বলেন, বর্তমান ফেইক এবং এ আই জগতে- ফেইক টাকে অরিজিনাল মনে হয়, আর অরিজিনালকে ফেইক মনে হয়। এ বিষয়ে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যিনি এটি করেন। ‘সামনে জাতীয় নির্বাচন। এবিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’
আজ (বৃহস্পতিবার) মানিকগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন”শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।
সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় অন্যান্যের মধ্যে যুগ্ম সচিব ও জেলা প্রশাসক ডঃ মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাঃ ইয়াছসমিন খাতুন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, জেলা তথ্য অফিসার নূর হোসেন বক্তব্য রাখেন।
কর্মশালায় মানিকগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার ৬৫জন সাংবাদিক অংশ নেন। পরে অংশ নেয়া সাংবাদিকদের সনদপত্র বিতরণ করা হয়।

