চলতি মাসে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টটির এবারের আয়োজক পাকিস্তান হলেও দেশটিতে খেলতে যাচ্ছে না ভারত। এমন পরিস্থিতিতে দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি দুই চিরশত্রু মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দলকে বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান ক্রিকেট দলের সক্ষমতা রয়েছে। সম্প্রতি দলটি ভালো করছে। শুধু চ্যাম্পিয়নস ট্রফি জিতলেই হবে না। এর পাশাপাশি ভারতকেও হারাতে হবে। পুরো জাতি দলের পাশে রয়েছে।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংস্কার কাজ শেষে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রসঙ্গত, ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে জটিলতা দেখা দেয়। এ নিয়ে বেশ জলঘোলাও হয়। পরে পাকিস্তান দুবাইয়ে গিয়ে খেলতে রাজি হয়। এমনকি ভারত ফাইনালে গেলে ম্যাচটি পাকিস্তানে না হয়ে দুবাইয়ে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালের পর এই প্রথমবার বৈশ্বিক কোনো টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান।