ঢাকা
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৪
logo
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

জাইস টেলিফটো লেন্সসহ প্রথমবারের মতো এলো ভিভো ভি৬০

বাংলাদেশে উন্মোচিত হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৬০। বাংলাদেশে প্রথমবারের মতো ভিভোর ভি সিরিজের যুক্ত হলো জাইস টেলিফটো লেন্স, যা স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতাকে করেছে আরও স্পেশাল।

ভিভো ভি৬০ তার প্রতিটি লেন্সে ধরে রেখেছে জাইস অপটিক্যাল স্ট্যান্ডার্ড। এর ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা দূর থেকে বিয়ের মঞ্চ, কনসার্ট বা খেলার মাঠে প্রতিটি মুহূর্ত ক্লিয়ারভাবে ক্যাপচার করে। এছাড়াও, এতে আছে নতুন ১০গুন টেলিফটো স্টেজ পোট্রেট যা, দূর থেকেও স্পটলাইটে থাকা বিষয়বস্তুর ডিটেইলস নিখুঁতভাবে ধরে রাখে।

বিশেষ করে, এতে আছে টেলিফটো ওয়েডিং পোর্ট্রেট মোড। যা দিয়ে ৮৫মিমি-১০০ মিমি পর্যন্ত ক্লোজ-আপ পোর্ট্রেট শটে মুহূর্তগুলো থাকে আরও ক্লিয়ার। আর স্পেশাল ক্যান্ডিড মুহূর্তগুলোকে ক্যাপচার হয় নিখুঁতভাবে। এর ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোড পাহাড়ি দৃশ্য বা ব্যস্ত শহর ভ্রমণের ছবি তুলতে একদম আদর্শ। এছাড়াও আছে ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল জাইস আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা ভিড় বা ব্যস্ততায় স্ট্যাবল ভিডিও এবং প্রতিটি প্রিয় মানুষকে এক ফ্রেমে নিশ্চিত করে।

পাশাপাশি, ক্যানভাসের রঙের তুলির মতো ছবিকে সাজায় ভিভোর এআই স্টুডিও । এর নতুন এআই ফোর সিজন মোডে গ্রীষ্ম, শীত, শরৎ বা বসন্তের আবহে ছবিকে সাজানো যায়। এছাড়াও, এআই টুলস দিয়ে সহজেই এডিট বা যেকোনো অবজেক্ট ইরেজ করা যায়।

ডিজাইনের ক্ষেত্রে ইক্যুয়াল ডেপথ কোয়াড কার্ভড স্ক্রিন ও আল্ট্রা স্লিম বেজেল নিশ্চিত করে ইনফিনিটি ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। তিনটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ভি৬০—বেরি পার্পল, মিস্ট গ্রে ও ডেজার্ট গোল্ড। তবে সবার মন কেড়ে নিচ্ছে বেরি পার্পল রঙের ফোনটি। যা, ফুটিয়ে তোলে তারুণ্যের উজ্জ্বলতা ও আভিজাত্য।

বাংলাদেশের শীর্ষতম ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েভার- এর সিইও যোবায়ের হোসেইন শুভ বলেন,” শুধু ফটোগ্রাফি কিট বা গিয়ারের উপর নয়, ওয়েডিং ফটোগ্রাফি নির্ভর করে ক্লায়েন্টের ভরসার উপরও। ভিভো ভি৬০ দিয়ে শ্যুট করেও সেই ভরসা আমরা ধরে রাখতে পেরেছি। ভিভো ভি৬০ জয় করেছে সেই আস্থার জায়গা, যা দিয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দর, সত্যি এবং চিরন্তনভাবে ধরে রাখা সম্ভব।“

অন্যদিকে আনজারার ম্যানেজিং ডিরেক্টর ও ডিজাইনার নওরীন ইরা বলেন, “আনজারা সবসময় ফ্যাশনকে উচ্চমানের সৌন্দর্য ও ব্যক্তিত্বের সঙ্গে উপস্থাপন করে। ভিভো ভি৬০ তারই এক বহিঃপ্রকাশ। এর প্রতিটি রঙ ট্র্যাডিশন ও মডার্নিটির মিলিয়ে শৈল্পিক সমন্বয় তৈরি করেছে। ভিভো ভি৬০ এর মিনিমালিস্টিক ডিজাইন আর এর বেরি পার্পল রঙ আমাকে ক্রিয়েটিভ কাজের জন্য অনুপ্রেরণা দেয়।”

৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ নিশ্চিত করে সারাদিনের ব্যাকাপ ও দ্রুত চার্জিং। ডায়মন্ড শিল্ড গ্লাস, কুশনিং স্ট্রাকচার ও আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে ড্রপ, পানি ও ধুলো-প্রতিরোধী করেছে। স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট নিশ্চিত করে স্মুথ ও ল্যাগ-মুক্ত পারফরম্যান্স । ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম ভ্যারিয়েন্টে ফোনটির মূল্য মাত্র ৬৪,৯৯৯ টাকা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram