ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৭
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

পদপিষ্ট হয়ে নিহত ২, আল্লুর পর এবার কাঠগড়ায় রাম চরণ

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী। সেই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয় এবং একরাত জেলেও থাকতে হয় সুপারস্টার আল্লু অর্জুনকে। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে এখনো সেই বিতর্কে সমালোচনার মুখে অভিনেতা।

এবার একই ঘটনা ঘটল আরেক সুপারস্টার রাম চরণের সঙ্গে। সমালোচনার কাঠগড়ায় দক্ষিণি অভিনেতা। রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর প্রচার অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ২ ভক্তের।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাম চরণের আসন্ন সিনেমা ‘গেম চেঞ্জার’-এর মুক্তি উপলক্ষ্যে এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরমে।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রচার অনুষ্ঠানটিতে অভিনেতাকে দেখতে ভিড় জমিয়েছিল অনেক ভক্ত। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে ২ ভক্তের। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণও।

জানা যায়, উল্টো দিক থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। পরে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই ভক্তের নাম আরভা মণিকান্ত (২৩) ও থোকাডা চরণ (২২)। তাদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রামচরণ।

সিনেমার প্রচার অনুষ্ঠানে এসে এমন দুর্ঘটনার শিকার হওয়া মৃতদের পরিবারকে মোট ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে সিনেমাটির প্রযোজক দল।

এছাড়া পবন কল্যাণও প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন। এ বিষয়ে প্রযোজক দিল রাজু বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে দুজন মারা গেছেন। খবরটি পবন কল্যাণও জানতে পেরেছেন। এ বিষয়ে বিকল্প কিছু করার আছে কিনা তা তিনি জানতে চেয়েছেন। কারণ এটি খুবই দুঃখজনক ঘটনা; যা এই বড় ইভেন্টের পরে ঘটেছে। আমি এবং রাম চরণও এ নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার পরেই প্রত্যেক পরিবারের জন্য ৫ লাখ টাকা দিয়েছি এবং আমরা তাদের পাশে থাকব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram