ঢাকা
২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৪
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব’ শুরু

আজ ২৪ মে ২০২৫ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রথম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কার্জন হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিজ্ঞান আড্ডা ‘ Brac-Biggan Adda 1st S.N. Bose National Science Festival-2025    ’ শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে। ঢাকা ইউনিভার্সিটি সাইন্স সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি চেজ ক্লাব ও ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি এই উৎসব আয়োজনে সহায়তা করছে।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র (আইইউবিটি) উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া, বিজ্ঞান আড্ডা’র সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম সংগঠক উমামা ফাতেমা বক্তৃতা করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞানের এই যুগে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের উপর আমাদের জোর দিতে হবে। তথ্যপ্রযুক্তিসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বজুড়ে যেসব গবেষণা হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমাদের তরুণরা রাষ্ট্র ও সমাজকে নিয়ে নতুনভাবে চিন্তা করছে। এর বহিঃপ্রকাশ হিসেবে তারুণ্য নির্ভর এই বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, উৎসাহ প্রদান এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহ সৃষ্টিতে এই উৎসব কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

সাইন্স অলিম্পিয়াড, আইটি হ্যাকাথন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, পোস্টার প্রেজেন্টেশন, ইনোভেশন প্রদর্শনী, সাধারণ বিজ্ঞান কুইজ, ওপেন রেটেড দাবা প্রতিযোগিতা এবং রুবিক্স কিউব প্রতিযোগিতা নিয়ে সাজানো হয়েছে এই উৎসব। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। উৎসবের বিভিন্ন পর্বে ক্রিপ্টোকারেনসি, জিওপলিটিক্যাল এলাইন্স ও সাইন্স ভিত্তিক টকশোর আয়োজন করা হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসসহ বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন সংগঠন ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কর্ম ও উদ্ভাবন নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram