সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রান্না ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে শহরতলীর ভাড়াউড়া চা বাগানের পিটার শামীম আহমেদের বাসায় রান্না ঘর থেকে এ সাপটি উদ্ধার করা হয়।।
ওই বাড়ির গৃহিণী রান্নার কাজে ঘরে প্রবেশ করে সিলিংয়ে ঝুলন্ত অজগর সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে সাপটিকে দেখতে পান।
পরে শামীম আহমেদ স্থানীয়দের সহযোগীতায় খবর দেন শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে।
খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল দ্রত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং সেটিকে শ্রীমঙ্গলের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তাস্থার করেন।
স্বপন দেব সজল জানান, রান্না ঘরের সিলিংয়ে অজগরটি দেখে পরিবারের লোকজন ভয় পেয়ে গিয়েছিল। তবে সময়মতো উদ্ধারের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।