ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬৩ জন ক্ষুদে শিক্ষার্থীকে নতুন স্কুল ব্যাগ প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
শনিবার (২৪ মে) এসব শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমনা আইরিন।
উপজেলার ৭৬ নং আট্টাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১ টায় ও ৪৪ নং কলকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় স্কুল ব্যাগ প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও কোডেকের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদ্দুজামান আসাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কোডেক কর্মী ও শিশু শিক্ষার্থীরা। এসময় নতুন স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।