

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার ধর্মগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান (৫০), তিনি সম্পদবাড়ি গ্রামের হোসেন আলীর ছেলে; একই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী জিয়াউর রহমান (৪০), তিনি এনামুল হকের ছেলে, বাচোর ইউনিয়নের মৃত বজির উদ্দিনের ছেলে আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান (৬০) এবং তাঁর ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সারোয়ার লিয়ন (৩২)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ মামলার প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বুধবার সকালে তাঁদের ঠাকুরগাঁও আদালতে পাঠানো হয়েছে। মামলাটি রাণীশংকৈল থানার জিডি নং ১৬ ও মামলা নং ২ হিসেবে নথিভুক্ত রয়েছে।

