কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে প্রতিমা বিসর্জন ও সিঁদুর খেলার মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলা, আরতি ও শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা উৎসব।
কলাতিয়া ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সুনীল মন্ডল বলেন, মা আমাদের প্রতি সদয় হয়েছেন বলেই আমরা ভালোমতো পূজা শেষ করেছি। মা যেন আমাদের সকলের জন্য মঙ্গল বয়ে আনেন এই প্রার্থনা করেছি। আসছে বছরের জন্য আমরা আবার অপেক্ষায় থাকবো।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাঙ্গীর আলম বলেন, বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের বেশ কয়েকটি বিশেষায়িত ইউনিটও নিরাপত্তার দায়িত্বে মধ্যদিয়ে সুন্দর সুচারুভাবে সন্ধ্যা সাতটার মধ্যেই প্রতিমা বিসর্জন শেষ হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বিসর্জন ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা,আনসার, নৌ-পুলিশ, পুলিশ, র্যাব, সেনাবাহিনী সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছে।