চৌগাছা (যশোর) প্রতিনিধি: জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের সব প্রেসক্লাবকে জাতীয় প্রেসক্লাবের অধীনে একত্রিত করাই আমাদের উদ্দেশ্য।চৌগাছায় আর কোন বিভক্ত প্রেসক্লাব থাকবে না। আমাদের সকলকে পেশাগতভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আগামী বছর থেকে আমরা কাজ শুরু করব। তবে গঠনতন্ত্রের একটু সংস্করণ প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে। চৌগাছার সাংবাদিকরা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাদের এই ভালোবাসা ও সংবর্ধনা আমা কে অনুপ্রাণিত করেছে।
বৃহস্পতিবার দুপুরে চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সদস্য ও কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম। তিনি বলেন, আমাদের সবার পরিচয় আমরা কলম সৈনিক। এজন্য আমাদের মধ্যে কোন বিরোধ থাকবে না। আমি আপনাদের এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুব ভাল লেগেছে।
এ অনুষ্ঠানে বিএনপির যশোর জেলা কমিটির সদস্য ও চৌগাছা উপজেলার সাবেক সভাপতি জহুরুল ইসলাম অতিথির উদ্দশ্যে বলেন চৌগাছার বিভক্ত গণমাধ্যম কর্মীদের প্রায় ৯০ ভাগ সমন্বয় করতে পেরেছি। তবে আমি আশা করি বাকী যে সমস্যাটিকু আছে সেটা খুব শীঘ্রই আলাপ আলোচনা করে সমাধান করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তবে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন বলেন, জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিক সমাজের সর্বোচ্চ প্রতিষ্ঠান। আমরা দেশবরেণ্য অভিজ্ঞ সাংবাদিক আইয়ুব ভূঁইয়ার মতো ব্যক্তিত্ব আসায় তৃণমূল সাংবাদিকদের অনুপ্রেরণা বৃদ্ধি পাবে। পাশাপাশি আমরা সবাই গর্বিত।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ রহিদুল ইসলাম খানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রেসক্লাব চৌগাছার পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
অন্যদিকে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব চৌগাছার আহবায়ক দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ শিহাব উদ্দীন ও সদস্য সচিব দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রতিনিধিসহ ক্লাবের অন্যান্য গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।