নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকত রঙে, রূপে আর আবেগে ভরে উঠেছিল। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর থেকেই ঢাকের তালে, শঙ্খধ্বনি ও উলুধ্বনির সুরে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হন সৈকতের বিভিন্ন পয়েন্টে। উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে পুরো সমুদ্রতট।
লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে একে একে পৌঁছায় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা। দেবী দুর্গার চরণে ভক্তরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ‘আবার এসো মা’ স্লোগানে কক্সবাজারের আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। ভক্তি, আবেগ আর আনন্দে মিলেমিশে সৃষ্টি হয় এক অপূর্ব সম্প্রীতির পরিবেশ।
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু জানান, এ বছর জেলাজুড়ে প্রায় ৩৪৫টি পূজামণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ছিল নজিরবিহীন—ট্যুরিস্ট পুলিশ, বিজিবি ও র্যাবের বিশেষ টহল এবং নিরাপত্তা বলয় নিশ্চিত করায় শান্তিপূর্ণভাবে উৎসব শেষ হয়।
স্থানীয়রা বলেন, উত্তাল ঢেউয়ের বুকে প্রতিমা বিসর্জনের দৃশ্য এক অনন্য সৌন্দর্যের জন্ম দেয়। শুধু স্থানীয় ভক্তরা নয়, অসংখ্য দেশি-বিদেশি পর্যটকও এই মহোৎসবের সাক্ষী হতে সৈকতে ভিড় জমান।
দিনব্যাপী এই উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজার। আগামী বছরের অপেক্ষায়, ভক্তরা আবেগঘন সুরে বিদায় জানান দেবী দুর্গাকে—আসবে বছর আবার হবে, মা তুমি এসো ফিরে।