নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় এক বিশেষ অভিযানে সড়কে গাছ ফেলে ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের বরাত মতে, গত ২৮ সেপ্টেম্বর রাত ৭টার দিকে চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘী লামা-আলীকদম সড়কে আট/নয় জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করে। তারা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং যাত্রীদের মারধর করার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পাশের জঙ্গলে পালিয়ে যায়। এ ঘটনার পর চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকেই জেলা পুলিশের বিভিন্ন ইউনিট সক্রিয় হয়ে পড়ে। তার ধারাবাহিকতায় বুধবার (১ অক্টোবর) ভোরে চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল হাসেরদিঘী লামা-আলীকদম রোড সংলগ্ন গহীন জঙ্গল ও উচিতার বিল পাহাড়সহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযান চলাকালীন ডাকাতি প্রস্তুতি মামলার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—একটি দেশীয় তৈরি থ্রি-কোয়ার্টার এলজি, একটি দেশীয় তৈরি পাইপগান, একটি তাজা কার্তুজ ও পাঁচটি বিভিন্ন সাইজের দা ও রামদা। গ্রেফতারকৃতরা সক্রিয় ডাকাত দলের সদস্য
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা চকরিয়া থানাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী সংবাদটির সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবশিষ্ট ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”